উদ্দেশ্য

ভ্রমন পিপাসু মানুষের কাছে কুয়াকাটা একটি কাংখিত নাম। এটি অবস্থিত বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়। বিদেশ নয়, বাংলাদেশের রাজধানী ঢাকা ও ঢাকার পার্শবর্তী লোকজনের কাছে অন্য কোন দেশ বা অঞ্চল। কিন্তু বাস্তবতা হলো এটি ঢাকা থেকে মাত্র ২৭৫ কিঃমিঃ যা কিনা দেশের যা কোন পর্যটন এরিয়ার চেয়ে কাছে। এখানে বড় সমস্যা ছিল মাওয়ার পদ্মা নদী। এটা বরিশাল বাসীর কাছে চীনের হোংসো নদীর স্মতুল্য, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানীতে এ সমস্যা লাগব হয়েছে। কুয়াকাটার আশে পাশে রয়েছে শত রকমের দর্শনীয় স্থান, যেখানে একজন পর্যটক টানা সাতদিন থাকলেও সবকিছু দেখে আসতে পারবেনা এবং তার দেখার সাধ মিটবেনা। তাকে আবারো টেনে নিয়ে যাবে ঐ প্রকৃতিতে। এজন্য বিনিয়োগের নিশ্চয়তা, বিনিয়োগকৃত মূলধন বৃদ্ধি পাওয়া, নিজের সাচ্ছন্দপূর্ন সুষ্ঠ ভ্রমন, কাংক্ষিত মুনাফা পাওয়ার সম্ভাবনা থাকায় আমরা এই উদ্যোগ গ্রহন করছি।

image
image
১২
বছরের অভিজ্ঞতা আমাদের